Google Alert – প্রধান উপদেষ্টা
স্থানীয় সময় বুধবার (২৪শে সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশকে সার্ক ও আসিয়ানের মধ্যে একটি প্রধান সেতুবন্ধন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আমাদের যে আবেদন, তা পূর্ণ সদস্যপদের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
দুই নেতার মধ্যে আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, জাতিসংঘ সংস্কার, রোহিঙ্গা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এবং নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
অধ্যাপক ইউনূস জানান, গত ১৪ মাস ধরে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যে বিপুল সমর্থন পেয়েছে, তা নজিরবিহীন। তিনি আগামী ফেব্রুয়ারিতে দেশের ১২ কোটি ভোটারের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রক্রিয়া চলছে। রাজনৈতিক দলগুলো শিগগিরই ‘জুলাই সনদ’ স্বাক্ষর করতে যাচ্ছে, যা গভীর রাজনৈতিক সংস্কারের একটি রূপরেখা হিসেবে কাজ করবে। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে এবং এই বিচার আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘ সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। ড. ইউনূস তার সঙ্গে একমত হয়ে বলেন, বিশ্বব্যাপী বড় সংকটগুলো মোকাবিলায় জাতিসংঘ কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
আলোচনায় দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর বিষয়েও কথা হয়। প্রধান উপদেষ্টা বলেন, নেপাল ও ভুটানসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে চট্টগ্রাম বন্দরের ব্যবহারের সুযোগ দেওয়া হলে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।
বৈঠকে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
ডিবিসি/এমটি