আস্থা আছে বলেই সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা

Google Alert – প্রধান উপদেষ্টা

‘আমাদের ওপর আস্থা আছে বলেই ড. মুহাম্মদ ইউনূস জাতির কাছে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিকে তার দেয়া ওয়াদার কারণে আমরাও খুব প্রেসারে পড়ে গেছি, সেই অনুযায়ী আমরা প্লান করছি’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের তারিখ নির্ধারণ হওয়ার দু’মাস আগে তফসিল ঘোষণা করা হবে। গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। তাই নির্বাচনে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন করে দিতে পারে জনগণকে সেটা বিশ্বাস করানোটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ।’ পাশাপাশি নির্বাচনে এআইও একটা চ্যালেঞ্জ বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয়ে সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। এছাড়াও বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত ছিল, তাদেরকে যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় সংযুক্ত করার কথাও জানান তিনি।

উল্লেখ্য, আজ বিকেলে তিনি রংপুর বিভাগীয় কার্যালয় মিলনায়তনে বিভাগের আইনশৃঙখলা রক্ষাবাহিনী এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *