Bangla News
গাজায় চলমান ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার চাপ বাড়ায় ইউরোপীয় কমিশন ইসরায়েলের টেক স্টার্টআপগুলোর জন্য ইইউ তহবিল স্থগিত করার প্রস্তাব করেছে।
ইউরোপীয় ইউনিয়নের হরাইজন গবেষণা কর্মসূচিতে ইসরায়েলের অংশগ্রহণ আংশিকভাবে স্থগিত করার এই প্রস্তাবটি আজ (২৯ জুলাই) ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্রের আলোচনায় উঠবে।
প্রস্তাবটি কার্যকর করতে হলে সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে। উল্লেখ্য, এই সিদ্ধান্তটি পরবর্তীতে পরিবর্তনযোগ্য।
ইইউ’র সাথে ইসরায়েলের সম্পর্ক নিয়ন্ত্রণকারী চুক্তির মানবাধিকার ধারা পালনে ইসরায়েলের সম্মতি পর্যালোচনার প্রেক্ষিতে এই প্রস্তাব আনা হয়েছে।
ইসরায়েল এই সুপারিশকে ভুল, দুঃখজনক ও অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামাসের জিহাদি সন্ত্রাসের বিরুদ্ধে ইসরায়েল যখন লড়াই করছে, এমন কোনো সিদ্ধান্ত কেবল হামাসকে শক্তিশালী করবে। এর ফলে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রচেষ্টা ব্যাহত হবে।
হরাইজন ইউরোপের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক প্রধান ফান্ডিং প্রোগ্রাম। ইসরায়েল ২০২১ সালে এই প্রোগ্রামে সহযোগী সদস্য হিসেবে যুক্ত হয়। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৫৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর ইউরোপজুড়ে চাপ বাড়ছে। ইইউ ইতিমধ্যে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
এই প্রস্তাব অনুমোদিত হলে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো নতুন করে ইইউ ফান্ডিং পাবে না, তবে চলমান প্রকল্পগুলো অব্যাহত থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ইইউ-ইসরায়েল সম্পর্কে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
এমএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।