Google Alert – সেনা
ইউক্রেইন ও রাশিয়া যুদ্ধবিরতিতে গেলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন হবে, সেখানে সৌদি আরব ও বাংলাদেশের মতো দেশ থেকে সেনা পাঠানো হতে পারে বলে জানিয়েছে এনবিসি নিউজ।
মার্কিন সংবাদমাধ্যমটির বরাতে রয়টার্স বলছে, এই বাফার জোনের নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্র।
এ পরিকল্পনার বিষয়ে অবগত আছেন— এমন চার কর্মকর্তার বরাতে শুক্রবার সংবাদটি প্রকাশ করে এনবিসি নিউজ।
খবরে বলা হয়, বাফার জোনটি রাশিয়ার ভবিষ্যত হামলা থেকে ইউক্রেইনকে সুরক্ষা দেবে। আর বাড়তি নিরাপত্তা হিসেবে সেখানে সৌদি আরব ও বাংলাদেশের মতো ন্যাটো বহির্ভূত দেশের সেনাদের মোতায়েন করা হতে পারে।
যদিও রাশিয়া-ইউক্রেইন সংঘাতের ইতি ঘটানো কিংবা দুই দেশের প্রেসিডেন্টকে বৈঠকে বসানোর ব্যাপারে ডনাল্ড ট্রাম্পের মধ্যে হতাশা ক্রমে বাড়ছে বলে এনবিসির খবরে বলা হয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। কিন্তু ওই বৈঠকের পর যুদ্ধে ইতি টানা কিংবা ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পুতিনের কাছ থেকে আসেনি।
প্রকাশ্যে খুব কম দেশই যুদ্ধবিরতি চুক্তি হওয়ার ক্ষেত্রে ইউক্রেইনে স্থলসেনা মোতায়েনের প্রুতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে ইউক্রেইনে সেনা মোতায়েনের পদক্ষেপ নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে ইউরোপীয় দেশগুলোকে নিয়ে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ এর নেতারা চাইছেন ইউক্রেইনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলতে। এ পদক্ষেপে ট্রাম্পকেও সমর্থন দেওয়ার আহ্বান জানাতে চান তারা।