ইউক্রেইনে পশ্চিমা সেনারা হবে বৈধ টার্গেট: পুতিন

Google Alert – সামরিক

কোনো পশ্চিমা দেশ ইউক্রেইনে সেনা মোতায়েন করলে তারা রাশিয়ার ‘বৈধ নিশানায়’ পরিণত হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


২৬টি দেশ ইউক্রেইনকে যুদ্ধপরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দিতে অঙ্গীকার করেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এমনটা বলার পরদিনই পুতিন এ কথা বললেন।


যুদ্ধ শেষ হওয়ার পরপরই পশ্চিমা দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী ইউক্রেইনের স্থল, সমুদ্র ও আকাশে মোতায়েন হবে, বৃহস্পতিবার ম্যাক্রোঁ এও বলেছিলেন।


“কিছু সেনা যদি সেখানে হাজির হয়, বিশেষ করে এখন, সামরিক অভিযান চলাকালে, তাহলে আমরা ধরে নেবো, নিশ্চিহ্ন করার জন্য তারা আমাদের বৈধ টার্গেট,” ভ্লাদিভস্তকে এক অর্থনৈতিক ফোরামে পুতিন এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


মস্কোর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর অন্যতম কারণই ছিল- নেটো যেন কিইভকে সদস্য বানিয়ে ইউক্রেইনে তাদের সেনা মোতায়েন করতে না পারে তা নিশ্চিত করা।


“আর যদি শান্তির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়, দীর্ঘমেয়াদী শান্তি, তাহলে ইউক্রেইনের ভূখণ্ডে (অন্য দেশের সেনা) উপস্থিতির কোনো কারণই দেখি না আমি। এটাই শেষ কথা,” বলেছেন পুতিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *