ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, নিহত ১৬

RisingBD – Home

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপোরিঝিয়ায় রাশিয়ার রাতভর বিমান হামলায় একটি কারাগারে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর বিবিসির।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বার্তায় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেডোরভ জানান, রাশিয়ার হামলায় ওই কারাগারের ভবনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো জানান, রাশিয়ান বিমান বাহিনী উচ্চ-বিস্ফোরক গ্লাইড বোমা ব্যবহার করে আটটি হামলা চালিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক এই হামলাগুলোকে রাশিয়ার ‘আরেকটি যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন।

জাপোরিঝিয়া হলো ইউক্রেনের চারটি পূর্বাঞ্চলের মধ্যে একটি, যা রাশিয়া ২০২২ সাল থেকে নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করেছে, যদিও এই অঞ্চলটি মূলত ইউক্রেনীয় নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেনের মানবাধিকার কমিশনার বলেছেন, কারাগারে হামলা মানবিক আইনের চরম লঙ্ঘন কারণ আটক ব্যক্তিরা তাদের জীবন ও সুরক্ষার অধিকার হারিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার মস্কোকে কঠোর আল্টিমেটাম দিয়ে বলেছেন, “যুদ্ধবিরতিতে সম্মত হতে অথবা ব্যাপক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে রাশিয়ার কাছে মাত্র ১০ থেকে ১২ দিন সময় আছে।” স্কটল্যান্ড সফরকালে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সম্ভবত আজ রাতে বা আগামীকাল আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করবেন। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “তাকে একটা চুক্তি করতেই হবে। খুব বেশি মানুষ মারা যাচ্ছে। পুতিন শান্তির কথা বললেও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছেন। আমি বলেছি, এভাবে হয় না। আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ। পুতিনের সঙ্গে এখন আর কথা বলার তেমন আগ্রহ নেই।”

ট্রাম্প আরো বলেন, “আমি ১০ অথবা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই। কারণ আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।”

এর আগে জুলাইয়ের শুরুতে, ট্রাম্প ক্রেমলিনকে কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য অথবা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার জন্য ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু এই সতর্কতা রাশিয়ার হামলা থামাতে পারেনি।

সোমবার গভীর রাতে পূর্ব ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। 

ওই অঞ্চলের গভর্নর সের্হি লিসাক জানিয়েছেন, শিল্প নগরী কামিয়ানস্কেতে রুশ বাহিনীর হামলায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এছাড়া সিনেলনিকিভস্কি জেলায় আরো দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, রাশিয়ায় রাতভর পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির রোস্তভ অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সালস্ক শহরে একজন নিহত হয়েছেন। এছাড়া একটি পণ্যবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ইউক্রেনের হামলায় বেলগোরোডের সীমান্তবর্তী অঞ্চলেও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *