jagonews24.com | rss Feed
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্ক দখলের চেষ্টায় সেখানে প্রায় এক লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। শহরটিকে ইউক্রেনের কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়।
ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ওলেক্সান্দার সিরস্কি শুক্রবার এ তথ্য জানিয়ে বলেছেন, শহরটির আশপাশের ১২০০ কিলোমিটার এলাকা ফ্রন্ট লাইনের মধ্যে সবচেয়ে ‘উত্তপ্ত স্থান’। খবর সিএনএন’র।
গত প্রায় এক বছর ধরে রাশিয়ার সেনারা পোকরোভস্ক দখলে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। তবে সেনা ও অস্ত্রের দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকলেও মস্কো এখন পর্যন্ত শহরটির দখল নিতে ব্যর্থ হয়েছে।
মস্কোর জন্য পোকরোভস্কের দখল একটি কৌশলগত লক্ষ্য। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টই জানিয়েছেন, আংশিকভাবে দখল হওয়া পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের পুরো অঞ্চল দখল করাই তার বাহিনীর লক্ষ্য।
যদিও কিয়েভ ও তার মিত্রদের দাবি, প্রেসিডেন্ট পুতিন শান্তি স্থাপনের সব পথ বন্ধ করে দিচ্ছেন, যেন তার বাহিনী ইউক্রেনের আরও অঞ্চল দখল করতে পারে।
পোকরোভস্ক ইউক্রেনের প্রধান কোনো শহর না হলেও এর সবচেয়ে বড় গুরুত্ব শহরটির অবস্থান অন্যতম সরবরাহ সড়ক ও রেলপথের ওপর। যা এটিকে অন্য সামরিক কেন্দ্রগুলোর সঙ্গে সংযুক্ত রেখেছে।
২০২২ সালের শুরুতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর আগে পোকরোভস্কে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস ছিল। তবে রুশ অভিযান বাড়তে থাকলে গত কয়েক বছরে তাদের অধিকাংশই শহরটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
ইউক্রেনের কোকিং কয়লা খনিটি এই পোকরোভস্কেই। সেটি চালু রাখার জন্য অনেক কর্মচারী সেখানে অবস্থান করছিলেন। তবে এ বছরের শুরুতে খনিটি বন্ধ হয়ে গেলে তারাও ওই অঞ্চল ছাড়তে শুরু করেন।
এমকেআর