ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলা

চ্যানেল আই অনলাইন

রাশিয়া শুক্রবার রাতভর ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

শুক্রবার (৪ জুলাই) সিএএনএন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

রুশ বাহিনী ইউক্রেনের কিয়েভ শহরের একাধিক ভবন ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালায়। কিয়েভ শহর ও সামরিক কর্তৃপক্ষ জানায়, এই হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন এবং হামলাটি প্রায় ১৩ ঘণ্টা ব্যাপী হামলা অব্যাহত রেখেছিলো রুশ বাহিনী। এসময় কিয়েভের হাজার হাজার বাসিন্দা মেট্রো স্টেশন এবং  আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে নির্ঘুম এক রাত কাটিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এই সময়ে ৫৩৯ টি ড্রোন এবং ১১ টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে। তবে রাশিয়ার ছোঁড়া ৫৩৯টি ড্রোনের মধ্যে ৪৭৬টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ আকাশ হামলা বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, রাশিয়া আরেকবার দেখিয়ে দিল যে তারা যুদ্ধ ও সন্ত্রাস থামানোর কোনো আগ্রহই রাখে না।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা বলেন, কিয়েভ ভয়াবহ ও নির্ঘুম এক রাত কাটিয়েছে । এখন পর্যন্ত এই রাত কিয়েভের  সবচেয়ে খারাপ রাতগুলোর মধ্যের একটি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *