ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে ট্রাম্প : সংবাদ অনলাইন

Google Alert – সেনা

ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে ট্রাম্প

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ২০ আগস্ট ২০২৫

যুদ্ধ–পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজের সরাসরি সম্প্রচারে তিনি এ ঘোষণা দেন।

এর আগে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তির পর ইউক্রেনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ট্রাম্প বলেন, ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

ফক্স নিউজে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইউক্রেনে সেনা পাঠাতে চাইছে। তবে যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমি মনে করি না, এটি কোনো সমস্যা হতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাবে না।’

হোয়াইট হাউস বৈঠক প্রসঙ্গে ট্রাম্প ইউরোপীয় নেতাদের ‘ভালো মানুষ’ আখ্যা দিয়ে বলেন, তাঁরা যুদ্ধ বন্ধে আগ্রহী। সংঘাত তাঁদের কাছাকাছি হওয়ায় বিষয়টি যুক্তরাষ্ট্রের তুলনায় ভিন্নভাবে তাঁরা দেখছেন। নিরাপত্তার স্বার্থে ইউক্রেনে সেনা মোতায়েন করতে তাঁরা আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকের পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন জেলেনস্কি ও তাঁর মিত্ররা। এক্সে দেওয়া বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, বৈঠকে দুটি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। প্রথমত, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে, যা শান্তিচুক্তির পর কার্যকর হবে। দ্বিতীয়ত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে রবিবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে না। তবে দেশটির নিরাপত্তায় ন্যাটো সনদের ৫ নম্বর অনুচ্ছেদের মতো সুরক্ষা নীতিমালা গ্রহণে পুতিন সম্মত হয়েছেন। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ন্যাটোর কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *