ইউক্রেনে সেনা মোতায়েনে সম্মত ২৬ দেশ

Google Alert – সেনা

ইউক্রেনে সেনা মোতায়েনে সম্মত ২৬ দেশ

সংগৃহীত ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সেনা মোতায়েনে রাজি হয়েছে ২৬টি দেশ।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। 

এ বৈঠকে পশ্চিমা দেশগুলোর ৩৫ জন নেতা উপস্থিত ছিলেন। ইউরোপের শীর্ষ দেশগুলোর পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারাও এতে অংশ নেন।

ম্যাক্রো বলেন, ২৬টি দেশ ইউক্রেনে নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন ও শক্তিশালী করার অঙ্গীকারও করা হয়েছে। তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি।

রয়টার্স জানায়, জার্মানি ও কয়েকটি দেশ নিরাপত্তা নিশ্চয়তার প্রচেষ্টায় যুক্ত থাকবে বলে আশ্বাস দিয়েছে। তবে বার্লিন জানিয়েছে, সেনা মোতায়েনের বিষয়ে শর্তগুলো স্পষ্ট হলে তবেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাদের একটি শর্ত হলো এই নিরাপত্তা কাঠামোয় যুক্তরাষ্ট্র কতটা ভূমিকা রাখবে।

বৈঠকের পর জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। 

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ট্রাম্প ইউরোপীয় নেতাদের রাশিয়ার জ্বালানি তেল না কেনার আহ্বান জানিয়েছেন। তার মতে, এই তেল বিক্রি থেকেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অর্থ সংগ্রহ করছে।

ওই কর্মকর্তা আরও জানান, চীনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্যও ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেন, রাশিয়ার জ্বালানি খাত ও চীনের বিরুদ্ধে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ‘কোয়ালিশন অব উইলিং’ এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *