ইউজিসির বিশেষ কমিটিতে রাবিপ্রবির উপাচার্য আতিয়ার রহমান

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৭০ তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমানকে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণ সংক্রান্ত বিশেষ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। 

ইউজিসির (ঢাকা) প্রফেসর ড. মোঃ সাইদুর রহমানকে আহ্বায়ক করে গত ২৩ জুন ৬ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ড. মোঃ ফখরুল ইসলাম (সচিব) সই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা গবেষণা ও মান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ সমূহ সমাধানকল্পে এবং বিশ্ববিদ্যালয় সমূহ কে অন্যন্য উচ্চতায় উপনীত করার উদ্দেশ্যে  কমিশন গঠন করা হয়েছে।

রাবিপ্রবি শিক্ষকবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ মনোনয়ন শুধু একজন শিক্ষা প্রশাসকের স্বীকৃতি নয়, বরং প্রান্তিক অঞ্চল রাঙ্গামাটির উচ্চশিক্ষাকে জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার এক ঐতিহাসিক পদক্ষেপ। পার্বত্য চট্টগ্রামের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. আতিয়ার স্যারের অন্তর্ভুক্তি স্থানীয় উন্নয়ন ও শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি নতুন শিক্ষা ব্যবস্থাকে দ্রুত প্রণয়ন সম্ভব হবে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হতেই শিক্ষা কমিশনের এই উদ্যোগ বেশ কার্যকরী হবে বলে মনে করেন তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *