‘ইউনিফর্ম খুলে লাশ ঢেকে দেন সেনা কর্মকর্তা’

Google Alert – সেনা

উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে সেনাবাহিনী। দুর্ঘটনার ভয়াবহতা, আগুনের তীব্রতা আর হতাহতদের হৃদয়বিদারক চিত্রের মাঝেও সেনা সদস্যরা দেখিয়েছেন ব্যতিক্রমী মানবিকতা ও পেশাদারত্ব। বৃহস্পতিবার ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর ৪৩ রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার মেজর মেহেদী বলেন, ‘দুর্ঘটনার পর আমরা যখন ঘটনাস্থলে আসি, তখন দেখি বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে এক মা ও এক ছেলে বীভৎস অবস্থায় পড়ে আছে। তখন আমাদের গর্বের পোশাক খুলে লাশগুলো ঢেকে দিই।’ তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই আমরা প্রথম রেসপন্স টিম হিসাবে ঘটনাস্থলে প্রবেশ করি। স্পটে প্রবেশের পর দুটি লাশ দেখতে পাই-সম্ভবত একজন মা ও তার ছেলে। দৃশ্যটি এতটাই হৃদয়বিদারক ছিল যে সঙ্গে সঙ্গে আমি ও আমার সহকারী সৈনিক আশিক আমাদের গর্বের ইউনিফর্ম খুলে লাশ দুটি ঢেকে দেই। আমাদের পোশাকের চেয়ে ওই মা-ছেলের লাশের সম্মান আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *