ইউনিয়ন সেনাদের আটলান্টা দখল ও গৃহযুদ্ধের মোড় ঘোরানো

Google Alert – সামরিক

আজ ৩১ আগস্ট। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৪২২ : ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরির মৃত্যুর পর মাত্র নয় মাস বয়সে হেনরি ষষ্ঠ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৮৬৪ : যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় কনফেডারেট বাহিনী আটলান্টা থেকে সরে যেতে শুরু করে। এ সময় ইউনিয়ন সেনারা শহর দখল করে নেয়।
১৮৮৮ : লন্ডনের হোয়াইটচ্যাপেলে জ্যাক দ্য রিপারের প্রথম শিকার মেরি অ্যান নিকোলসের মরদেহ পাওয়া যায়।
১৮৮৯ : আন্তর্জাতিক বিদ্যুৎ কংগ্রেসে জুলকে শক্তির একক ও ওয়াটকে ক্ষমতার একক হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
১৯০৭ : ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্স মিলে ত্রিমুখী চুক্তি গঠন করে।
১৯৪৪ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি সেনারা বোর্দো শহর মুক্ত করে।
১৯৫৭ : মালয় ফেডারেশন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬২ : ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯১ : উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৪ : আইআরএ সামরিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়।
১৯৯৭ : প্যারিসে সড়ক দুর্ঘটনায় ব্রিটেনের রাজকুমারী ডায়ানা, দোদি আল ফায়েদ ও তাদের গাড়িচালক নিহত হন।

জন্ম

১৫৬৯: ভারতের মুঘল সম্রাট জাহাঙ্গীর।

১৯৪৫: আইরিশ গায়ক-গীতিকার ভ্যান মরিসন।

১৯৪৯: আমেরিকান অভিনেতা ও মানবতাবাদী রিচার্ড গিয়ার।

১৯৭০: জর্ডানের রানি রানিয়া আল-আবদুল্লাহ।

মৃত্যু

১৬৮৮: লেখক জন বুনিয়ান।

১৯৮৬: শিল্পী ও ভাস্কর হেনরি মুর।

২০১২: জনপ্রিয় আধুনিক বাংলা গানের শিল্পী বিপ্লব বড়ুয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *