Google Alert – সশস্ত্র
ইরানের সেই সাহসী টিভি উপস্থাপিকা সাহার এমামিকে এবার ইউনেস্কোর সম্মানজনক ‘সিমন বলিভার’ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানান। অপরদিকে ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী, সরকার এবং নেতাদের দৃঢ়তার প্রশংসা করেন তিনি।
ল্যাটিন আমেরিকার স্বাধীনতার নায়ক সিমন বলিভারের স্মরণে আন্তর্জাতিক এই পুরস্কার প্রদান করে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো। সিমন বলিভারের জন্মদিন ২৪ জুলাইকে সামনে রেখে এই পুরস্কারটির অর্থায়ন করে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া।
ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবির ভবনে গত ১৬ জুন হামলা চালায় ইসরাইল। সেই সময় সেখানে লাইভে ছিলেন উপস্থাপিকা সাহার এমামি। হামলায় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে হামলার পর দমে না গিয়ে কিছু সময় আবার সংবাদ উপস্থাপনায় ফিরে আসেন। যুদ্ধ চলাকালে ইরানে সাহসের প্রতিমূর্তি হিসেবে আবির্ভূত হন সাহার।
উপস্থাপিকা সাহার এমামির হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত। সূত্র: প্রেস টিভি