ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, নিহত ১

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাঙ্গামাটির নানিয়ারচরের পেরাছড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, মূল) এর গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হন এক ইউপিডিএফের সদস্য।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- মূল)-এর গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এ ঘটনায় ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে।

সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পেয়ে বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ইউপিডিএফ সদস্যরা। এ ঘটনায় ইউপিডিএফের (মূল) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কয়েকজন আহতাবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।

GOVT

পরে সেখানে তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত একটি অ্যাসল্ট রাইফেল (এম-১৬), ২ রাউন্ড এমজি/স্নাইপার অ্যামোনিশন, ৯০ রাউন্ড রাইফেল অ্যামোনিশন, একটি ওয়াকি-টকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ বেশকিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া সদস্যদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

Shoroter Joba

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *