ইন্টারকে বিদায় বলে আল হিলালের কোচ হলেন ইনজাগি

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কদিন আগে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মিলান। হারের পর ইতালিয়ান ক্লাবটি ছেড়ে দিয়েছেন ৫১ বর্ষী কোচ সিমিওনে ইনজাগি। পুরনো ক্লাব ছাড়ার দিন না পেরোতেই নতুন ঠিকানাও খুঁজে নিয়েছেন তিনি। সৌদি প্রো লিগের দল আল হিলালের ডাগআউটে দেখা যাবে ইনজাগিকে।

বুধবার রাতে ইনজাগির আল হিলালের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। লিগ টেবিলে দুইয়ে থাকা ক্লাবটিতে দুবছর থাকবেন ইতালির সাবেক খেলোয়াড়। আল হিলাল তাকে বছরে ২০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ২৭৮ কোটি ১৮ লাখ টাকা বেতন দেবে।

সৌদি ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘ইতালিয়ান জিনিয়াস এখানে আসছেন।’

সাবেক লাজিও কোচ সিমিওনে গতবছর ইন্টারকে সিরি আ জিতিয়েছেন। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের সময়ও ইন্টারের কোচ ছিলেন তিনি। এ মৌসুমে দুইয়ে লিগ শেষ করেছে ইন্টার, লিগ শিরোপা জেতা নাপোলির থেকে এক পয়েন্ট কম পেয়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *