Google Alert – আর্মি
অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আরাকান আর্মির কাছ থেকে ইয়াবা সংগ্রহের বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ ও চাল পাচার হয়ে থাকে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সার্বিক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
উপদেষ্টা বলেন, “আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বিনিময় বাণিজ্যের মতো করে তারা আমাদের দেশ থেকে সার, ওষুধ ও চাল পাচার করে। এ ধরনের পাচার বন্ধে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, দেশের সার সরবরাহে বর্তমানে কোনো ঘাটতি নেই। সম্ভাব্য সংকট মোকাবিলায় আগাম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বে সক্রিয় সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, ফলে বাজারে সারের দাম আর বাড়বে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “উচ্চমূল্যে জ্বালানি কিনে সার উৎপাদন করতে হলেও এর দাম বাড়ানো হবে না। পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, সার আমদানির জন্য আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) থেকে বিএডিসি ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রস্তাব পেয়েছে। এর মধ্যে ১০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা জৈব সার ব্যবহারের প্রসার, বালাইনাশক বিধিমালা সংশোধন এবং কৃষি জমি রক্ষার উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “দুই ফসলি বা তিন ফসলি জমিতে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কৃষিজমি সংরক্ষণে কঠোর আইন প্রণয়ন করা হচ্ছে।”
একুশে সংবাদ/এ.জে