Bangla News
প্রতিকূল আবহাওয়ায় ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। এতে ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
রোববার দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান আবদুসাত্তোর অ্যাসোয়েভ বিবিসিকে জানান, নৌকাটিতে ১৫০ জনের বেশি যাত্রী ছিলেন। এর মধ্যে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ।
আইওএম জানায়, ডুবে যাওয়া অভিবাসীদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক।
হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় আরব দেশগুলোতে যাওয়ার গুরুত্বপূর্ণ ট্রানজিট পথ ইয়েমেন। আইওএমের হিসাব অনুযায়ী, গত কয়েক মাসে শত শত অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন।
আইওএম প্রধান অ্যাসোয়েভ বলেন, নৌকাটিতে প্রায় ১৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এটি অত্যন্ত বিপজ্জনক একটি যাত্রাপথ। মানব পাচারকারীরা প্রায়ই এই পথ ব্যবহার করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, দক্ষিণ ইয়েমেনের খানফার জেলায় উপকূলে ৫৪ জনের মরদেহ পাওয়া গেছে এবং আরও ১৪টি মরদেহ আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আবিয়ান নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, উপকূলজুড়ে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। বিস্তীর্ণ এলাকায় মরদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের ধুবাব উপকূলে আরও দুটি নৌকা ডুবে যায়। সেখানে ১৮০ জন অভিবাসী ছিলেন। প্রবল সাগর উত্তালতার কারণে কেবল দুইজন ক্রু প্রাণে বেঁচে যান। বাকি যাত্রীরা নিখোঁজ এবং মৃত বলে আশঙ্কা করা হয়।
আইওএমের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে পৌঁছানো অভিবাসীরা জানিয়েছেন, পাচারকারীরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা ইচ্ছাকৃতভাবে খারাপ আবহাওয়ায় নৌকা ছাড়ছে, যেন উপকূলীয় টহল এড়িয়ে যাওয়া যায়।
সব ধরনের ঝুঁকি সত্ত্বেও ২০২৪ সালেই ইয়েমেনে ৬০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন।
গত এক দশকে আইওএমের মিসিং মাইগ্র্যান্টস প্রোজেক্ট রুটে তিন হাজার ৪০০ জনের বেশি মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে এক হাজার ৪০০ জন সাগরে ডুবে মারা গেছেন।
আরএইচ