ইরানকে থামতে বলল জার্মান-ফ্রান্স ও যুক্তরাজ্য

Kalbela News | RSS Feed

সংঘাত না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। রোববার এক যৌথ বিবৃতি জারি করে তারা ইরানকে সতর্ক করে। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পর এ অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে ওই তিন দেশ। দেশগুলো বলেছে, এ অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো নতুন পদক্ষেপ না নিতে আমরা ইরানকে আহ্বান জানাচ্ছি।

যৌথ বিবৃতিটি ফোর্ডো স্থাপনাসহ ইরানের পারমাণবিক সাইটগুলোতে যুক্তরাষ্ট্রের বাংকার-বাস্টার বোমা এবং ক্রুজ মিসাইল ব্যবহার করে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এলো।

তিন দেশ পুনর্ব্যক্ত করেছে, তারা উত্তেজনা কমাতে যৌথ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে এবং সংঘাত যাতে তীব্র না হয় তা নিশ্চিত করবে।

তারা আরও উল্লেখ করেছে, আমরা ইরানকে তার পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সকল উদ্বেগ সমাধানের দিকে নিয়ে যাওয়া আলোচনায় অংশ নিতে আহ্বান জানাচ্ছি। আমরা সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে এই লক্ষ্যে অবদান রাখতে প্রস্তুত।

জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য আবার জানায়, তারা তাদের লক্ষ্যে স্থির। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করে তা তারা নিশ্চিত হতে চায়। সে সঙ্গে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করার প্রতিশ্রুতি এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি তিন দেশ সমর্থন অব্যাহত রাখবে।

বিবৃতিতে দেশগুলো বলেছে, আমরা সর্বদা স্পষ্টভাবে বলে এসেছি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং আর অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে বলেছেন, তার বাহিনী ফোর্ডো, নাতানজ এবং ইসফাহানে ইরানের তিনটি পারমাণবিক সাইটে বোমা হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ফোর্ডো স্থাপনায় বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা ফেলেছে এবং নাতানজ ও ইসফাহান স্থাপনায় সাবমেরিন থেকে নিক্ষেপিত কয়েক ডজন ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে।

এই হামলাগুলো ১৩ জুন থেকে মার্কিন-সমর্থিত ইসরায়েলি সামরিক হামলার সর্বশেষ উত্তেজনা হিসেবে এলো। অপরদিকে ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *