jagonews24.com | rss Feed

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর।

তিনি রোববার (২৯ জুন) জানান, ২৩ জুন সংঘটিত ওই হামলায় নিহতদের মধ্যে ছিলেন কারাগারের প্রশাসনিক কর্মী, সামরিক প্রশিক্ষণরত যুবক, বন্দি ও তাদের পরিবারের সদস্য (যারা সেদিন দেখা করতে এসেছিলেন) এবং কারাগারের আশেপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা।

বিশ্লেষকদের মতে, এই হামলার মাধ্যমে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে তারা শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানি শাসন ব্যবস্থার প্রতীকগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে।

জাহাঙ্গীর আরও জানান, হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আহতদের সংখ্যা উল্লেখযোগ্য। বেঁচে যাওয়া বন্দিদের তেহরান প্রদেশের অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এভিন কারাগারে একাধিক বিদেশি বন্দি রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দুই ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস, যারা প্রায় তিন বছর ধরে বন্দি।

হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এক্স (সাবেক টুইটার)-এ বলেন, তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস বিপদের মুখে পড়েছেন। এটা একেবারেই অগ্রহণযোগ্য।

সূত্র: রয়টার্স

এমএসএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *