ইরানের ড্রোন হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি

Bangla News

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে কমপক্ষে ১০০টি ড্রোন ছুড়লেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। খবর টাইমস অব ইসরায়েলের।


ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো এই ড্রোনগুলো দেশের সীমানার বাইরে থেকেই গুলি করে ভূপাতিত করছে, এবং এখন পর্যন্ত কোনো ড্রোন ইসরায়েলে পৌঁছায়নি।


এদিকে, হোম ফ্রন্ট কমান্ড এক হালনাগাদ বার্তায় জানিয়েছে, বেসামরিক নাগরিকদের আর বোমা আশ্রয়কেন্দ্রের কাছে থাকার প্রয়োজন নেই; তবে, জনসমাগমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।


যদিও আইডিএফ বলছে, তারা ড্রোন হামলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তবে এখনো পর্যন্ত সবগুলো ড্রোন গুলি করে নামানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করেনি।


হোম ফ্রন্ট কমান্ড জানায়, ইরান থেকে নতুন করে কোনো হুমকি এলে তারা আরেকটি হালনাগাদ বার্তা দেবে।


আইডিএফ আরও জানায়, স্থানীয় সময় রাত ৩টায় দেশব্যাপী সাইরেন বাজানোর সিদ্ধান্ত হোম ফ্রন্ট কমান্ড নিয়েছিল এই ভেবে যে ইসরায়েলের হামলার জবাবে ইরান তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালাতে পারে।


এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনী, রেভল্যুশনারি গার্ড এবং ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার নিহত হওয়ার কথাও জানান তিনি। ওই হামলার পরপরই পাল্টা হামলার শঙ্কায় নিজ দেশে জরুরি অবস্থা জারি করে ইসরায়েলি সরকার।


আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *