‘ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে’

চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিজেদের পারমাণবিক স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এসব স্থাপনায় বারবার হামলার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে পেন্টাগনের ফাঁস হওয়া প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার বড় কোনো ক্ষতি হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান। নেদারল্যান্ডসে সামরিক জোট ন্যাটোর সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে অর্থের প্রয়োজন, সে জন্য চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *