ইরানের প্রতি সমর্থন জানালো পাকিস্তান

Jamuna Television

ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। বুধবার (১৮ জুন) এক টেলিফোন আলাপে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার দেশের সমর্থনের কথা জানান।

এসময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের স্থাপনা, অবকাঠামো, পারমাণু স্থাপনা, আবাসিক এলাকা, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ওপর সর্বশেষ ইসরায়েলি হামলা সম্পর্কেও অবহিত করেন।

প্রায় ১ সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে। দুই দেশের এই যুদ্ধ পরিস্থিতিতে তৃতীয় কোনো দেশের অংশগ্রহণ বিশ্বকে এক বিপর্যয়ের মুখে ঠেলে দেবে বলে সতর্ক করেছে রাশিয়া।

আর এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দেশ ইরানে হামলা চালাতেও পারেন আবার নাও পারে। এ ব্যাপারে এখনও কেউ কিছু জানে না। তিনি বলেন, তার সাথে আগেভাগে আলোচনা করলে বিপদ কম হতো ইরানের। এখন সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।

অপরদিকে, ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের ডাক প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বিবৃতিতে তিনি বলেন, তার দেশ মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বান মেনে নেবে না।

/এটিএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *