Google Alert – সশস্ত্র
ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি কোর্ট ভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একজন মা ও একটি শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাহেদান শহরের এই আদালত ভবনে হামলাকারীরা প্রথমে গ্রেনেড নিক্ষেপ করে, এরপর গুলিবর্ষণ শুরু করে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, এই ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর আঞ্চলিক সদর দপ্তরের সূত্র উল্লেখ করে এ তথ্য দেওয়া হয়।
পাকিস্তানভিত্তিক বেলুচ সশস্ত্র সংগঠন জায়েশ আল-আদল এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক ঘোষণায় জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংঘর্ষপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশের উপ-পুলিশ প্রধান আলিরেজা দালিরি জানিয়েছেন, হামলাকারীরা দর্শনার্থী সেজে কোর্ট ভবনে প্রবেশের চেষ্টা করে। তারা বিচারকদের কক্ষে ঢুকে পড়ে। সেখানে বেশ কয়েকজন বিচার বিভাগীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা সংলগ্ন একটি এলাকা। সেখানে প্রধানত সুন্নি মুসলিম বেলুচ জনগণ বসবাস করে। এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক উপেক্ষার শিকার হওয়ার অভিযোগ করে আসছে।
এই এলাকায় ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ প্রায় নিয়মিতই ঘটে থাকে। এই গোষ্ঠীগুলোর কিছু অংশ স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনও করে থাকে। তবে তাদের অনেককেই বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করে ইরান সরকার। এর আগে এই অঞ্চলে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।