ইরানে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু ভারতের

Jamuna Television

চলমান ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ভারত সরকার জানিয়েছে, ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে নিজ দেশে ফিরিয়ে আনতে তারা ‘অপারেশন সিন্ধু’ নামে এক কর্মসূচি শুরু করেছে। খবর, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বুধবার (১৮ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত সরকার গত কয়েকদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে।

এতে বলা হয়, প্রথম পদক্ষেপে ভারতীয় দূতাবাস গত ১৭ জুন ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে ইরানের উত্তরাঞ্চল থেকে সরিয়ে এনে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করে দিয়েছে। ওই শিক্ষার্থীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছেছেন। তারা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দেশের উদ্দেশে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার ভোরের দিকে তারা দিল্লিতে পৌঁছাবেন।

মূলত ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশটিতে ৪ হাজারেরও অধিক ভারতীয় নাগরিক বসবাস করছেন, যাদের অর্ধেকই শিক্ষার্থী।

/এমএইচআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *