Google Alert – সশস্ত্র
ইরানে আদালত ভবনে জঙ্গি হামলায় নিহত ৫, দায় স্বীকার করলো জায়েশ আল-আদল
সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ২৬ জুলাই ২০২৫
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অশান্ত প্রদেশ সিস্তান-বালুচিস্তানের একটি আদালত ভবনে সুন্নি চরমপন্থি গোষ্ঠী জায়েশ আল-আদলের সশস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
বৃহস্পতিবার প্রদেশের রাজধানী জাহেদান শহরের আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। হামলাকারীরা আদালতের বিচারক কক্ষেও ঢুকে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নিহতদের মধ্যে একজন মা ও তার সন্তান রয়েছেন বলে জানিয়েছে ইরানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা।
ঘটনার পরপরই সুন্নি সশস্ত্র গোষ্ঠী জায়েশ আল-আদল তাদের টেলিগ্রাম চ্যানেলে হামলার দায় স্বীকার করে। তারা ওই এলাকায় অবস্থানরত সব বেসামরিক নাগরিককে নিরাপত্তাজনিত কারণে স্থান ত্যাগের আহ্বান জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, হামলার পর পুলিশের পাল্টা অভিযানে তিনজন জঙ্গি নিহত হয়।
মানবাধিকার সংগঠনের দাবি
স্থানীয় বালুচ মানবাধিকার সংগঠন হালভস প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানায়, হামলাকারীরা আচমকা আদালতের বিচারক চেম্বারে প্রবেশ করে বিচার বিভাগীয় কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের ওপর নির্বিচারে গুলি চালায়।
সিস্তান-বালুচিস্তান প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী একটি অঞ্চল, যেখানে মূলত সুন্নি বালুচ মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস। বহু বছর ধরে এ অঞ্চলের মানুষ রাজনৈতিক উপেক্ষা, বৈষম্য ও অর্থনৈতিক বঞ্চনার অভিযোগ করে আসছে।
ইরান সরকার বলছে, এ প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং সুন্নি চরমপন্থিরা বিদেশি শক্তির সহায়তায় নিয়মিতই হামলা চালায়, সীমান্তপথে চোরাচালানে যুক্ত থাকে এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত।
ইরানে হামলার এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশটি রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
—