Sarabangla | Breaking News | Sports | Entertainment
ঢাকা: আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে চালানো ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।
শুক্রবার (২০ জুন) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে খেলফতে মজলিস, ইসলামি ঐক্য আন্দোলন, ইসলামি ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে মুসল্লিরা ‘বিশ্বমুসলিম এক হও লড়াই করো ‘, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘ইসরায়েলি দালারেরা হুশিয়ার সাবধান’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’, ‘শহিদের রক্ত বৃথা যেতে পারেনা’ সহ নানান ধরনের স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদ জানানো। একইসঙ্গে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে ইরানের ওপর হামলাকে ইসলামি ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে উল্লেখ করেন তারা।
সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে অন্তত ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস।