ইরানে ইসরায়েলের বড় হামলা: নেতানিয়াহু বললেন ‘চলবে যতদিন প্রয়োজন’

চ্যানেল আই অনলাইন

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে তেহরানের বিরুদ্ধে ‘প্রধান সামরিক অভিযান’ হিসেবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিযান যতদিন প্রয়োজন, ততদিন চলবে।

আজ (১৩ জুন) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই হামলার পরপরই ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। হামলায় তেহরানের বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। পাশাপাশি তিনি ইরানকে সতর্ক করে বলেন, যদি দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালায়, তাহলে এর পরিণতি ‘গুরুতর’ হতে পারে।

অবশ্য এই হামলার ঠিক একদিন আগেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *