ইরানে হস্তক্ষেপ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে ফের সতর্ক করলো রাশিয়া

Jamuna Television

ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, এই হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে এবং আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে।

চলতি বছরের শুরুর দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে উভয় দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

ইরান মস্কোকে ‘শাহেদ ড্রোন’ সরবরাহ করেছে; যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইরানে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই পদক্ষেপকে উস্কানিমূলক বলেও উল্লেখ করেছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে, যার প্রভাব আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার ওপরও পড়তে পারে।

/এটিএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *