Google Alert – সামরিক
মধ্য ইসরাইল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এ সময় ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। খবর টাইম অব ইসরাইলের।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরাইল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথিরা। জবাবে ইসরাইলও ইয়েমেনে বিমান হামলা চালায়।
এদিকে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় ফিলিস্তিনের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা, স্কুল এবং হাসপাতাল। পাশাপাশি, হতাহতদের কাছে চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
প্রায় দুবছর ধরে গাজায় চলা ইসরাইলি হামলায় ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা।