চ্যানেল আই অনলাইন
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নভেম্বরের প্রথম সপ্তাহে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়। ইউরোপা লিগে মাকাবি তেল আবিব এবং আয়াক্সের ম্যাচ চলাকালীন হামলার ঘটনায় চার অভিযুক্তকে কারাদণ্ড দিয়েছেন আমস্টারডাম জেলা আদালত।
মঙ্গলবার আমস্টারডাম জেলা আদালতে ৫ জন অভিযুক্তের বিষয়ে রায় দেয়া হয়। বিভিন্ন মেয়াদে ৪ জনকে কারাদণ্ড এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় দেশটির কিশোর আইনের অধীনে নেয়ার আদেশ দেন আদালত।
দণ্ডিতের মধ্যে একজনকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, একজনকে ১০ সপ্তাহ এবং দুজনকে একমাসের জন্য সাজা দেয়া হয়েছে। আদালত জানিয়েছেন, অনেক ভিডিও প্রমাণ বিশ্লেষণ করে চারজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
সর্বোচ্চ ৬ মাসের শাস্তি পাওয়া অভিযুক্তের নাম সেফা (৩১)। তিনি ইসরায়েলি একজন সমর্থককে কারাতে স্টাইলে লাথি মেরেছিলেন। ওই সমর্থক চলন্ত ট্রামের সামনে পড়ে যান। আরও কয়েকটি আক্রমণে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

১০ সপ্তাহ জেলের শাস্তি পেয়েছেন রচিদ নামের একজন। ‘ব্রুথুইস ২’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন। সেখানে তিনি ইসরায়েলিদের ‘কাপুরুষ’ ইহুদি হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি গ্রুপে থাকা ৯০০ জনের বেশি মানুষকে ইসরায়েলিদের ওপর হামলার জন্য উস্কে দিয়েছিলেন।

২৪ বর্ষী উমুটকান নামক একজনকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একটি আক্রমণে অংশ নিয়ে একজন ইসরায়েলি সমর্থককে কয়েকবার লাথি মেরেছেন তিনি। পাশাপাশি আরও কয়েকজনকে আক্রমণ করেছেন এবং একজনের গলা চেপে ধরেছিলেন। ‘ইহুদি শিকার’ নামক একটি গ্রুপে হামলার জন্য উস্কে দিয়েছেন।
২৬ বর্ষী করনভীর নামক একজন ২০২২ সালে হামলার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। নভেম্বরের আক্রমণেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি। তাকেও একমাসে কারাদণ্ড দেয়া হয়েছে।
পাঁচজনের মধ্যে সর্বকনিষ্ঠ, লুকাস। ১৯ বর্ষী তরুণ হামলায় বাধা দিতে আসা এক পুলিশ অফিসারকে সহিংস আঘাত করেছেন। পাশাপাশি ইসরায়েলি সমর্থকদের ওপর হামালার জন্য একটি স্ন্যাপচ্যাট গ্রুপে সক্রিয় ছিলেন। বয়স কম হওয়ায় তাকে কিশোর আইনের অধীনে নেয়ার আদেশ দেয়া হয়েছে।
গত ৫ নভেম্বর রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনা স্টেডিয়ামে হামলার ঘটনা ঘটে। ইউরোপা লিগের ম্যাচটিতে স্বাগতিক আয়াক্স প্রতিপক্ষ ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবকে ৫-০ গোলে হারায়।