Google Alert – সেনাপ্রধান
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর খবরে বলা হয়েছে, গত সোমবার রাতে অনুষ্ঠিত মিনি-সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠকে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামিরের মধ্যে তীব্র বাদানুবাদের ঘটনা ঘটে। বৈঠকে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন। জামির সতর্ক করে বলেন, গাজা উপত্যকার পূর্ণ দখল নিতে বছরের পর বছর লেগে যাবে, তাই আপাতত সীমিত স্থল অভিযানের ওপর গুরুত্ব দেওয়া উচিত। ইয়েদিওথ আহরোনোথ জানায়, জামিরের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্মোট্রিচ। তিনি তাকে ভণ্ডামি ও অসঙ্গতির অভিযোগে অভিযুক্ত করেন। স্মোট্রিচ চিৎকার করে বলেন, ‘আমরা এরইমধ্যে সাবেক সেনাপ্রধান হারজি হালেভিকে মিস করছি। আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে; ঠিক একই কথা বলার কারণে আপনিই তাকে আক্রমণ করেছিলেন!’ খবরে বলা হয়, এ ঘটনা গাজায় সামরিক অভিযানের গতি ও দিকনির্দেশনা নিয়ে স্মোট্রিচ এবং ইসরায়েলি সামরিক নেতৃত্বের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের আরেকটি ইঙ্গিত।