চ্যানেল আই অনলাইন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং হামলায় আহত হয়েছে সাড়ে চার শতাধিক।
রোববার (১০ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৯১ জন আহত হয়েছেন, যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা এক লাখ ৫২ হাজার ৮৫০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৬১ হাজার ৩৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনেরও বেশি আহত হয়েছেন, যার ফলে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা এক হাজার ৭৪৩ জনে দাঁড়িয়েছে এবং ১২ হাজার ৫৯০ জনেরও বেশি আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্যমন্ত্রণায়ল আরও জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ১১ জন মারা গেছেন। এর ফলে উপত্যকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার সাথে সাথে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা ২১২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৮ জন শিশুও রয়েছে।
গত ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে ৯ হাজার ৮৬২ জনকে হত্যা করে এবং ৪০ হাজার ৮০৯ জনকে আহত করে। যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি ভেঙে দেয়।
গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখিও।