Google Alert – সামরিক
ব্রাজিল জানিয়েছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের ওপর কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ককে প্রভাবিত করে এমন বহুমুখী নিষেধাজ্ঞা আরোপ করবেন তারা। নিউইয়র্কে জাতিসংঘ আয়োজিত ফিলিস্তিন বিষয়ক এক উচ্চপর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা জানান, শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে ব্রাজিল ইসরায়েল সরকারের কাছে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করবে। তিনি আরও বলেন, অধিকৃত পশ্চিমতীরের অবৈধ বসতি থেকে আমদানি হওয়া পণ্যের বিষয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। এর আগে ব্রাজিল ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম কেনা স্থগিত করা, তেলআবিব থেকে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা এবং ব্রাসিলিয়ায় নতুন ইসরায়েলি কূটনীতিক নিয়োগ বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল।