ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, সরিয়ে নেওয়া হলো কয়েক লাখ মানুষ

Google Alert – সামরিক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, সরিয়ে নেওয়া হলো কয়েক লাখ মানুষ

প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:৫৬ পিএম  (ভিজিট : ৭৮)

তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এই হামলা চালানো হয়েছে ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে, এমনটি দাবি করেছে হেুতিরা।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কী বার্তা সংস্থা আনাদুলো।

মঙ্গলবার (২৯ জুলাই) রেকর্ডকৃত বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘আমরা জাফার দখলকৃত অঞ্চলের লোদ (বেন গুরিয়ন) বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছি। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে; বহু ফ্লাইট বন্ধ বা বিলম্বিত হয়।’

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করেছে। তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। এ সময় তেল আবিব ও জেরুজালেমসহ গোটা মধ্য ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন (সতর্কবার্ত) বেজে ওঠে। যার ফলে কয়েক লাখ মানুষ বোমা আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র সারি দাবি করেন, এই হামলা ছিল একটি প্রতিশোধমূলক প্রতিক্রিয়া, যা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পুনরায় হামলা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে চলছে। গত মার্চে প্রায় দুই মাসব্যাপী এক অনিশ্চিত যুদ্ধবিরতির পর, ইসরায়েল আবারও পূর্ণমাত্রায় গাজায় অভিযান শুরু করে। এর জবাবে হুতি যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

এসকে/ 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *