Google Alert – সামরিক
২৫ সেপ্টেম্বর ২০২৫
পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই ইরানের, জানালেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরান পারমণবিক বোমা তৈরিতে আগ্রহী নয়। বুধবার জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেন, “এই অ্যাসেম্বলিতে একটা কথা আমি আরো একবার পরিষ্কার করে দিতে চাই। ইরান আগেও কখনো পারমাণবিক বোমা তৈরি করতে চায়নি। এখনো চায় না। আমরা পারমাণবিক বোমা চাই না। পারমাণবিক অস্ত্র চাই না।”
এই বছরের জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রে এবং সামরিক কেন্দ্রে বোমা ফেলে ইসরায়েল। এর পরে টানা ১২ দিনের সংঘর্ষ চলে দুই দেশের মধ্যে। ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে বোমা ফেলে যুক্তরাষ্ট্রের বাহিনী।
ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণকে‘আন্তর্জাতিক স্তরে বিশ্বাস ভঙ্গ’ বলে জানান পেজেশকিয়ান। তিনি আরো বলেন, এর ফলে ওই অঞ্চলে যে শান্তি প্রচেষ্টা চলছে তাও বিঘ্নিত হবে।
ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে এ নিয়ে বারবার সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ইরান জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ চুক্তিতে সই করে জানায় তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ২০১৮-তে ট্রাম্প অ্যামেরিকাকে এই চুক্তির বাইরে নিয়ে আসেন। তার পর থেকেই ইরানের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি এবং ইইউ জেসিপিওএ চুক্তিতে সই করেছে।
ইরান এই চুক্তি মানছে না, এই অভিযোগে গত মাসে ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে। তার প্রেক্ষিতে জাতিসংঘের সভায় পেজেশকিয়ানের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)