ঈদের আগে শেষদিনে ঘরমুখো মানুষের ভিড়

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদুল আজহা উপলক্ষে ঈদ যাত্রার আগে শেষ কর্মদিবস হওয়ায় আজ শুক্রবার ৬ জুন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষের ঢল নামে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনাল ও বিভিন্ন মহাসড়কে দেখা গেছে উপচে পড়া ভিড়।

শুক্রবার সকাল ৭টা থেকেই যাত্রীরা দলে দলে টার্মিনালে ভিড় করতে শুরু করেন। কেউ পরিবার নিয়ে, কেউ একা ছুটছেন প্রিয়জনের কাছে ঈদ উদযাপন করতে।

তবে যাত্রীদের চাপের তুলনায় বাসের সংখ্যা কম। ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে আবার আগে টিকিট কেটেও নির্ধারিত সময়ে বাস পাননি।

বিমানবন্দর রেলস্টেশনে দেখা গেছে, কয়েকটি ট্রেন ১০ থেকে ২০ মিনিট দেরিতে প্ল্যাটফর্মে পৌঁছেছে। এর মধ্যে পর্যটক এক্সপ্রেস সবচেয়ে বেশি বিলম্বে ছেড়েছে, যার কারণ হিসেবে চট্টগ্রামের বোয়াখালীতে বৃহস্পতিবারের দুর্ঘটনাকে উল্লেখ করেছেন স্টেশন মাস্টার।

অন্যদিকে, সড়কপথে যাত্রা আরও বেশি ভোগান্তির। দূরপাল্লার বাসগুলোতে সিট মিলছে না, আর ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত। ফলে অনেকে পরিবারসহ ট্রাক, পিকআপ বা প্রাইভেটকারে করেই যাত্রা করছেন। সবচেয়ে নৈরাজ্যকর পরিস্থিতি দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

বৃহস্পতিবার রাত থেকে এই মহাসড়কে মানুষের দীর্ঘ অপেক্ষা চোখে পড়ে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত বাস পাচ্ছেন না। আর যেসব বাস পাওয়া যাচ্ছে, সেগুলোর ভাড়া সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ।

এদিকে আজ সকালে কোরবানির ঈদকে সামনে রেখে যাত্রী ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি পরিবহনকে জরিমানা করেছে বলে জানা গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *