প্রথম আলো
ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত অন্যতম বড় বিনোদনকেন্দ্র হলো নন্দন পার্ক। আশুলিয়া থানায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে অবস্থিত এ পার্কে ৫০০ টাকা থেকে সাড়ে ৭ হাজার টাকার মধ্যে বিভিন্ন প্যাকেজ রয়েছে। এ ছাড়া ওয়াটার ওয়ার্ল্ডসহ বিভিন্ন রাইডে আলাদা টিকিট করে ব্যবহারের সুযোগ রয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে।
ঢাকার মধ্যে ইনডোর বিনোদনের আরেক জনপ্রিয় জায়গা বাবুল্যান্ড। কার সিটি, ট্রাম্পোলিন, বল পুলসহ বিভিন্ন ধরনের রাইড রয়েছে তাদের। বাবুল্যান্ডের প্লেগ্রাউন্ডে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। মাত্র ৪০০-৫০০ টাকার বিনিময়ে ২ ঘণ্টার জন্য খেলাধুলার সুযোগ পাওয়া যায়। রাজধানীর মিরপুর ২, মিরপুর ১২, ধানমন্ডির সীমান্ত সম্ভার, গ্রিন রোড, বাড্ডা, ওয়ারী, উত্তরা হাউস বিল্ডিং, লক্ষ্মীবাজার, শেওড়াপাড়া ও নারায়ণগঞ্জে বাবুল্যান্ডের শাখা রয়েছে।
এ ছাড়া ঈদের সময় বোটানিক্যাল গার্ডেনসহ রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোতেও ভিড় দেখা যায়।