ঈদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল টিম থাকবে সিলেটে

Google Alert – আর্মি

ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ উপলক্ষে বৃহস্পতিবার পুলিশ কমিশনারের কার্যালয়ে নিরাপত্তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় কুরবানির পশুর হাট, ঈদ জামাত, ট্রাফিক ব্যবস্থাপনা ও জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিস্তারিত আলোচনা হয়। সভায় নাগরিকদের যেকোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দিষ্ট নাম্বার প্রকাশ করা হয়।

এসএমপি কমিশনার মো. রেজাউল করিম জানান, ঈদে নগরবাসী যেন নিশ্চিন্তে ও নিরাপদে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। যেকোনো সমস্যা বা সন্দেহজনক কিছু দেখলেই উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

সভায় আরও জানানো হয়, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে

যোগাযোগ নম্বরসমূহের মধ্যে রয়েছে:

পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট: ০১৩২০-০৬৭০০০

অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন): ০১৩২০-০৬৭০০১

উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন): ০১৩২০-০৬৭০০২

উপ-পুলিশ কমিশনার (সিডিএস): ০১৩২০-০৬৭০০৩

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক): ০১৩২০-০৬৭০০৪

উপ-পুলিশ কমিশনার (উত্তর): ০১৩২০-০৬৭০০৫

কাউন্টার টেরোরিজম, বিডিইউ, সাইবার ইউনিট: ০১৩২০-০৬৭০৩১

পুলিশ কন্ট্রোল রুম, এসএমপি, সিলেট: ০১৩২০-০৬১৯৯৮

আর্মি ক্যাম্প, সিলেট: ০১৭৬৯-৭৮৬৩২৩

র‌্যাব-৯ কন্ট্রোল, সিলেট: ০১৭৭৭-৯০১৯৯৯

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট: ০১৭৩০-৩৬৩৬৪৪

পিডিবি, সিলেট হেল্পলাইন: ০১৩১৩-০১৯৩২৬।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *