Google Alert – BD Army
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৩৭, ১১ আগস্ট ২০২৫
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে অস্ত্রসহ আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।
আটক মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গার (২১) কাছ থেকে অত্যাধুনিক একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “সকালে বালুখালী সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে রাখাইন রাজ্য থেকে অস্ত্রসহ এক ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। পরে তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে এসে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এ সময় অস্ত্রটি জব্দ করে তাকে হেফাজতে নেওয়া হয়।”
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বলেছেন, ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়ে তিনি অস্ত্রসহ বাংলাদেশে আশ্রয় নিতে এসেছেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/তারেকুর/মেহেদী