উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, মুহূর্তে ভেসে গেছে বহু ঘরবাড়ি

Google Alert – পার্বত্য অঞ্চল

ভারতের উত্তরাখণ্ডে ফের প্রকৃতির ভয়াবহ রূপ। বৃহস্পতিবার রাতে হঠাৎ মেঘভাঙা বৃষ্টিতে পাহাড়ি রাজ্যের দুই জেলা রুদ্রপ্রয়াগ ও চামোলিতে ব্যাপক ধস নামে। প্রবল স্রোতে নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে, মুহূর্তে ভেসে গেছে বহু ঘরবাড়ি। 

অলকানন্দা ও মন্দাকিনী নদীর পানি বিপসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। রুদ্রপ্রয়াগের হনুমান মন্দির প্লাবিত হয়েছে, বাসুকেদার অঞ্চলে অনেক বাড়িঘর ধসে পড়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেক মানুষ। চামোলির দেবাল এলাকায় এক দম্পতি পানির স্রোতে ভেসে গেছে, এখনো তাদের কোনো খোঁজ মেলেনি। উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ, এসডিআরএফ ও সেনা বাহিনীকে, তবে পাহাড়ি রাস্তা ভেঙে যাওয়ায় তাদের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটে জানিয়েছেন, তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে আনার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় আগামী দিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তরকাশী, বাগেশ্বরসহ একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ইতোমধ্যেই বহু বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ও পানীয় জলের ব্যবস্থা ব্যাহত হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। 

স্থানীয়রা বলছেন, পাহাড়ি রাস্তায় ধস নামায় বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু গ্রামে খাদ্যসামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না। 

রাজ্য সরকার জানিয়েছে, ক্ষতির প্রাথমিক হিসাব এখনো স্পষ্ট নয়, তবে অন্তত কয়েকজন নিহত হয়েছেন এবং বহু পরিবার নিখোঁজ ও গৃহহীন। পাহাড়ি অঞ্চলে আরও বৃষ্টি নামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *