Google Alert – আর্মি
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে রাজউক উত্তরা ৩য় প্রকল্পে ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়কের হামলায় অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের কর্মীদের ডেকে এনে মোস্তাফিজুর হাবিব সুনমের নেতৃত্বে হাবিবুল বাশার, সিফাত, রাসেলসহ কয়েকজনকে বেধড়ক পেটায় রক্সি, অনন্ত, অপূর্বসহ কয়েকজন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় থেকে প্রকল্প এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। হামলার নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর হাবিব সুনম রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে রাজউক অ্যাপার্টমেন্ট আবাসিক এলাকায় গ্যাং বাহিনী গড়ে তুলেছে। তবে স্থানীয় বিএনপি সূত্র জানায়, তাদের রাজনীতির সঙ্গে সুনমের কোনো সম্পর্ক নেই। এদিকে, হামলার ঘটনায় রাতেই ঘটনাস্থলে তুরাগ থানা পুলিশ ও দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।