উত্তরার বিমান দুর্ঘটনায় এনসিপির শোক, পদযাত্রা স্থগিত

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনটি জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান,“উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে এনসিপি ইতোমধ্যে একটি মেডিকেল টিম গঠন করেছে, যারা জরুরি সেবা কার্যক্রমে অংশ নিচ্ছে। পাশাপাশি মানবিক পরিস্থিতি বিবেচনায় আজ ও আগামীকালের সব পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।”

উল্লেখ্য, এনসিপি পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করে, যার আওতায় দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করছে দলটি।

সোমবার দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *