উত্তরা আর্মি ক্যাম্প টঙ্গী বাজার থেকে মাদকসহ ০৯ জনকে গ্রেফতার করেছে

Google Alert – সেনা

টঙ্গী বাজার (মোশলাপট্টি) এলাকায় অভিযান চালিয়ে ০৯ (নয়) জনকে বিপুল পরিমাণ দেশী মদসহ গ্রেফতার করেছে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

 

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে গতকাল ২৯ মে ২০২৫ (বৃহস্পতিবার) রাত ৯.৩০ মিনিটের সময়
এ অভিযান পরিচালনা করা হয়।

 

আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

এরই ধারাবাহিকতায় গত ২৯ মে ২০২৫ তারিখ, রাত ২১.৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী বাজার (মোশলাপট্টি) এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জাদব বরমন, সবুজ মিয়া, অরন কুমার, গৌতম হালদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ আরিফ, মোঃ শাহিন এবং মোঃ অপু।

 

এ সময় তাদের নিকট হতে ১৫২ বোতল (৮০ লিটার) দেশী মদ, ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা জানান,

 

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *