উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

Google Alert – সামরিক

উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০২ পিএম

প্রতীকী ছবি

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যে অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত দুই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থলের পর মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সংগ্রহের হার বাড়িয়েছে। এই অবৈধ অস্ত্র বাণিজ্যে জড়িত রয়েছে মিয়ানমারের সরকারি প্রতিষ্ঠান রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড)।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন রয়্যাল শুন লেই-এর পরিচালক অউং কো কো উ, দুই শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও থিন মিও অউং এবং কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং। অভিযোগ রয়েছে, কোমিডের কর্মকর্তারা মিয়ানমারের পক্ষ থেকে অস্ত্রের অর্ডার, সরবরাহ এবং লেনদেনের অর্থ উত্তর কোরিয়ার সরকার ও ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির কাছে পৌঁছাতে সহায়তা করতেন। এই গোয়েন্দা সংস্থাটির ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে বিবৃতিতে বলেন, ‘উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও রপ্তানি নেটওয়ার্ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি সরাসরি হুমকি।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রে অবস্থিত মিয়ানমারের দূতাবাস মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/শাহো

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *