উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি

Google Alert – সেনাবাহিনী

উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ২:৫৩ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ২:৫৬ পিএম  (ভিজিট : ৩৮)

উদ্ধার অভিযানে কাজ করছে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ছাদে প্রশিক্ষণ বিমান বিধস্তে ঘটনায় উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরা।

বিমানটির পাইলট এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন।

আহত চারজনকে ইতোমধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা রয়েছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের বিমানটি বিধ্বস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট। 

লিমা খান বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এতে কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।

এমএইচআর 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *