উপদেষ্টা পরিষদের বৈঠকে সচিবালয়ে প্রধান উপদেষ্টা : সংবাদ অনলাইন

Google Alert – প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদের বৈঠকে সচিবালয়ে প্রধান উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের এক নম্বর ভবনের পঞ্চম তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। বৈঠকে চলমান রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সচিবালয় সূত্রে জানা গেছে।

গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়েই উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো হয়ে আসছিল। তবে গত নভেম্বরে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে একবার বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

সচিবালয়ে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নেয়া হয় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। সকাল সাড়ে ৯টার দিকে প্রেস ক্লাবের বিপরীতে ৫ নম্বর গেইট দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। নিরাপত্তার অংশ হিসেবে সকাল থেকে এক নম্বর গেইট ছাড়া অন্যসব গেইটে যানবাহন প্রবেশ সীমিত করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *