উলফা ক্যাম্প নিয়ে ভারতীয় সংবাদপত্রের খবর সত্য নয়

Kalbela News | RSS Feed

ভারতের আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প নিয়ে নয়াদিল্লির দ্য ট্রিবিউন সংবাদপত্র যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সত্য নয়। শনিবার (১ মার্চ) ফেসবুকে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টসের’ ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস টিম জানায়, আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও ও বাংলাদেশের কর্মকর্তারা একযোগে কাজ করছে বলে ভারতের নয়াদিল্লির দ্য ট্রিবিউন সংবাদপত্র একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে প্রথম পাতায় রাখা হয়।

শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনব্যবস্থা উৎখাতের পর থেকে এই ধারার অন্যান্য খবরের মতো প্রতিবেদনটিতেও কোনো প্রমাণ সরবরাহ করা হয়নি। কোনো নামী সূত্রও এর প্লটলাইনকে সমর্থন করে না।

প্রকৃতপক্ষে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্ধৃত করেছে সংবাদপত্রটি। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে উলফা নেতা পরেশ বড়ুয়ার তার পূর্ববর্তী জঙ্গি কার্যকলাপ পুনরায় শুরু করার কোনো ইচ্ছা আছে।

ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে- বড়ুয়া শিগগির মুক্তি পেতে পারেন। যদিও বাস্তবে তিনি ইতিমধ্যেই পলাতক এবং চীনে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, সংবাদপত্রটি আরবি, উর্দু ও বাংলায় বাংলাদেশে যোগাযোগ ইন্টারসেপ্ট করেছে। এই গল্পটি সম্পূর্ণ কল্পকাহিনী এবং ট্রিবিউনের কাছেই ‘এক্সক্লুসিভ’ থাকবে। কারণ, ঘটনাটি কেবল সংবাদপত্রটির কর্মীদের কল্পনাতেই বিদ্যমান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *