‘উসকানিদাতা’ সাংবাদিক ৩ দিনের রিমা

Google Alert – সেনাবাহিনী

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাংবাদিককে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।


সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল-১ এর বিচারক কৃষ্ণ কমল রায় শুনারি শেষে এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের ইনচার্জ আমিনুল ইসলাম।


গ্রেপ্তার হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক। শনিবার রাত সাড়ে ৩টার দিকে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনী।


আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।


পরে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে কারাগারে নেওয়া হয় বলে জানান আদালত পুলিশের এই কর্মকর্তা।


ওসি আল এমরান বলেন, “আলদাদপুরে হিন্দুপল্লিতে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের উসকানি দিয়েছেন সাংবাদিক সেলিম। এ ঘটনার ভিডিও ও অডিও শুনে তাকে আটক করেছে সেনাবাহিনী।”


তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করেছে। হিন্দুপল্লিতে ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


গত ২৬ জুলাই ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে গঙ্গাচড়ার আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি এলাকায় ছড়ালে উত্তেজনা দেখা দেয়। রাতেই ওই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে।


পরদিন ২৭ জুলাই সাইবার সুরক্ষা আইনে করা মামলায় ওই কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তবে ওই এলাকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি, মাগুড়া ও বাংলাবাজার এলাকা থেকে দফায় দফায় লোকজন মিছিল নিয়ে এসে হিন্দুদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়।


পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে এক পুলিশ সদস্য আহতও হন। ভাঙচুর করা হয় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘর।


ঘটনার তিন দিন পর ২৯ জুলাই আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন।


এ মামলায় সবশেষ এক সাংবাদিকসহ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে; যারা কারাগারে আছেন।

আরও পড়ুন…

রংপুরে হিন্দু বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

গঙ্গাচড়ায় ফিরল ৭ বছর আগের স্মৃতি, আলদাদপুর বালাপাড়ায় আতঙ্ক

রংপুরের ২২টির মধ্যে ১৯টি হিন্দু পরিবার বাড়িতেই আছে: ডিসি

গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘর মেরামত করে দিচ্ছে প্রশাসন

রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৫ বাড়িতে ভাঙচুর

গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

গঙ্গাচড়ায় হিন্দু বাড়িঘরে হামলা: গ্রেপ্তার ৫ জন দুই দিনের রিমান্ডে

গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলা: উসকানির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *