Google Alert – সামরিক
যুক্তরাষ্ট্র একযোগে উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। মূলত দুই দেশের মধ্যে অবৈধ অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের কারণে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এতে সরাসরি জড়িয়ে পড়েছে দুই দেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং পাঁচজন গুরত্বপূর্ণ কর্মকর্তা। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তা ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম কেনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এই লেনদেনকে কেন্দ্র করেই মূলত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে। কারণ, যুক্তরাষ্ট্র মনে করছে, এই অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক শুধু অবৈধই নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি। রয়টার্স।